NCC Bank JO Quiz Test - যেভাবে এনসিসি ব্যাংক কুইজ প্রস্তুতি নিবেন

NCC Bank JO Quiz Test - কিভাবে এনসিসি ব্যাংক কুইজ প্রস্তুতি নিবেন


এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার পদে অনলাইন কুইজের আয়োজন করা হয়েছে। সম্প্রতি ব্যাংক জব গুলো তাদের নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন- প্রাথমিকভাবে যাচাইয়ের জন্য প্রার্থীদের অনলাইনে পরিক্ষা নেওয়া। এটি এখন অনেক জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা অনেকেই অনলাইনে পরিক্ষা শুনলেই আতকে উঠি এবং ভাবি এটি কিভাবে হবে, কিভাবে ভালো স্কোর করবো ইত্যাদি। যেহেতু ব্যাংকগুলো তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সেহেতু আমাদের ও তা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। তাই আজকে আর্টিকেল অনেক গুরুত্বপূর্ন যারা ব্যাংক নিয়োগ অনলাইন বাচাই প্রক্রিয়া নিয়ে জানতে চান। চলুন শুরু করি। 


NCC Bank  Junior Officer  Online Quiz


NCC Bank JO Quiz Test

এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার অনলাইন কুইজ পরীক্ষায় ভালো করার জন্য আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে তার আগে চলুন পরিক্ষার কিছু নিয়মকানুন জেনে আসি।

এনসিসি ব্যাংক জুনিয়য় অফিসার কুইজ পরীক্ষার নিয়মাবলিঃ 


১) আপনি মোবাইল, ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন এতে কোন বাধ্যবাধকতা নেই। 

২) আপনি গুগল ক্রম, মজিলা ফায়ার ফক্স ব্রাউজ করার জন্য ব্যবহার করতে পারবেন। 

৩) ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। 

৪) পরীক্ষার তারিখ এবং সময় অনুযায়ী আপনাকে পরিক্ষাটি সম্পন্ন করতে হবে। 

NCC Bank JO Quiz Test কি কি বিষয়ে প্রশ্ন হয়?

পরীক্ষায় বসার পূর্বে আপনাকে জানতে হবে কি কি বিষয়ে এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার কুইজ টেষ্টে প্রশ্ন করা হয়। ইতোপূর্বে এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার পদে অনলাইন ভিত্তিক কোন পরীক্ষা হয়নি। তবে বেশ কিছু দিন আগে স্টেন্ডার্ড ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক অনলাইনে পরীক্ষা নিয়েছে। সে ধারনার আলোকে বিস্তারিত আলোচনা করা হলোঃ

NCC Bank JO Quiz - English 

সকল নিয়োগ পরীক্ষায় ইংরেজি একটি অত্যাবশ্যকীয় বিষয়। ব্যাংক নিয়োগে ইংরেজি খুবই বড় ভুমিকা রাখে। চলুন জেনে নেই এনসিসি ব্যাংকে ইংরেজি কি কি প্রশ্ন আসে-

  • Vocabulary
  • Pin Point Error 
  • Sentence Correction 
  • Idiom Phrase 
  • Basic Grammar 

NCC Bank JO Quiz- Mathematics 

আপনি পরীক্ষায় কতো নাম্বার পাবেন তার অনেকটাই ম্যাথে দক্ষতার উপর নির্ভর করে। অনলাইন টেষ্ট গুলোতেও ম্যাথ আসে। আর আপনাকে খুব বেশি পড়তে হবে এমন নয়। কিছু ব্যাসিক টপিক পড়বেন। যা নিচে উল্লেখ করা হলোঃ
  • শতকরা
  • লাভ-ক্ষতি
  • সুদ
  • কাজ ও সময়, pipe
  • ট্রেন ও নৌকা
  • দূরত্ব
  • গড়, অনুপাত
  • বয়স
  • মান নির্ণয়
  • উৎপাদকে বিশ্লেষণ
  • লগারিদম-সূচক
  • ধারা
  • উপপাদ্য
  • ভূমি ও পরিমাপ
ইংরেজিতে ম্যাথ করার অভ্যাস করতে হবে। অনলাইন টেষ্টসহ সকল ব্যাংক পরীক্ষায় ইংরেজিতে ম্যাথ করতে হতে পারে। তাই ইংরেজিতেই অভ্যাস করুন। 

NCC Bank JO Quiz- Mental Ability 

মানষিক দক্ষতা অংশ থেকে ব্যাংক বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। ব্যাংক নিয়োগে এটি অন্যতম পরিচিত একটি বিষয়। এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার অনলাইন কুইজে ভালো করার জন্য আপনাকে মানষিক দক্ষতা অংশে ভালো করার বিকল্প নাই। 

মানষিক দক্ষতা অংশে ভালো করার জন্য খাইরুল স্যারের মানষিক দক্ষতা বইটি দেখতে পারেন। 

শেষ কথা


বন্ধুরা, আশা করি আপনাদের অল্প ধারনা দিতে পেরেছি যে কিভাবে এনসিসি ব্যাংক জুনিয়র অফিসার কুইজ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন। কিছু জানার থাকলে কমেন্ট করুন। সাধ্য অনুযায়ী উত্তর দিবো। 









*

Post a Comment (0)
Previous Post Next Post

ad

Recent in Sports

add_action('wp_footer', function(){ if(!is_single()) return; ?>