রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি ও প্রশ্ন সমাধান Railway Pointsman Preparation 2022

আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয় রেলওয়ে পয়েন্টসম্যান পদের প্রস্তুতি কিভাবে নিবেন সে বিষয়ে উত্তর খুঁজ করছেন। তাহলে ইনশা-আল্লাহ আমি আছি আজকে আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে ধাপে ধাপে সাহায্য করার জন্য। তবে আমি আপনাকে কোন রেলওয়ে পয়েন্টসম্যান শর্ট সাজেশন দিবো না বরং বিস্তারিত আলোচনা করবো যে আপনি খুব সহজে একটি পরিপূর্ন প্রস্তুতি নিতে পারেন। এবং রেলওয়ে পয়েন্টসম্যান পদে আপনার যেন চাকুরী পেতে সহায়ক ভুমিকা রাখতে পারি সে বিষয়ে খেয়াল রেখে রেলওয়ে পয়েন্টসম্যান বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া হবে। চলুন শুরু করি। 
রেলওয়ে পয়েন্টসম্যান  প্রস্তুতি ও প্রশ্ন সমাধান Railway Pointsman Preparation 2022

রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি নিবেন কিভাবে?

কোন একটি সরকারি চাকুরীর প্রস্তুতি সময় সাপেক্ষ বিষয় আপনি চাইলেও এক সপ্তাহ বা এক মাসে সে প্রস্তুতি নিতে পারবেন না। তাই প্রস্তুতি নেওয়ার আগে আপনি কত সময় ধরে প্রস্তুতি নিবেন সেটা ঠিক করুন। কারন প্রতিটি সরকারি চাকুরীর জন্য অনেক গুলো ধাপের পাশাপাশি অনেক প্রার্থীর সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। তবে আশার কথা হচ্ছে আজকে আমরা রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি এমনভাবে সাজিয়েছি যেন অল্প সময়ে কার্যকরি একটি প্রস্তুতি নিতে পারেন। 
রেলওয়ে-পয়েন্টসম্যান-প্রস্তুতি-ও-প্রশ্ন-সমাধান-Railway-Pointsman-Preparation-2022 (1)



  • রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি-বাংলা


ব্যাংক , বিসিএস, শিক্ষক বা যে কোন সরকারি বেসরকারি প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য বাংলা একটি আবশ্যিক বিষয়। এখান থেকে প্রশ্ন আসবেই। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে কি কি পড়বেন তা আগে জানতে হবে। আমার আজকের লেখায় আপনি রেলওয়ে পয়েন্টসম্যান পদে বাংলা প্রস্তুতি নিতে যা যা দরকার সব জানতে পারবেন।

বাংলায় মূলত ২ অংশ থেকে প্রশ্ন এসে থাকে। নিচে সেগুলো আলোচনা করা হলো। 

বাংলা সাহিত্যঃ 
রেলওয়ে পয়েন্টসম্যান পদটি ৩য় শ্রেণির একটি পদ। এ পদে বাংলা সাহিত্য অংশে নিচে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই কভার করে যাবেন-

  1. উল্লেখ্যযোগ্য সাহিত্যিক ও তাদের বিভিন্ন রচনা সমূহ 
  2. লেখকদের জীবনী ( যেমন জন্ম সাল ও অন্যান্য সাল সমুহ)
  3. নবম দশম শ্রেণির বই দেখতে পারেন।
  4. এম পি ৩ বাংলা দেখতে পারেন সাথে জয় কলির বাংলা বইটি ও ভালো ।
বাংলা ব্যাকরনঃ

লিখিত আকারে এমসিকিউ শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। এটি মূলত ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পরিক্ষা গুলোর জন্য প্রযোজ্য হয়। বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদেও লিখিত আকারে এমসিকিউ আকারে পরিক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। প্রশ্ন হচ্ছে লিখিত আকারে এমসিকিউ পরিক্ষা হলে বাংলা ব্যাকরন অংশ থেকে কি কি পড়বো? এ প্রশ্নের উত্তর খুবই সহজ এবং নিচে একটি তালিকা দেওয়া হলো-

  1. সন্ধি বিচ্ছেদ
  2. সমাস
  3. কারক ও বিভক্তি
  4. সমার্থক ও বিপরীত শব্দ
  5. বাগধারা
  6. প্রবাদ বাক্য 
  7. শব্দ শুদ্ধিকরণ

লিখিত অংশের জন্য দেখতে পারেন- 
  1. ভাব সম্প্রসারণ
  2. রচনা
  3. পত্র লিখন

এইভাবে পড়লে আপনার রেলওয়ে পয়েন্টসম্যান বাংলা অংশের প্রস্তুতি সম্পন্ন করতে খুব বেশি সময় লাগবে না। ইনশা-আল্লাহ 

  • রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি - ইংরেজি

ইংরেজি প্রস্তুতি একটি ভীতির নাম আবার অনেকের কাছে এটিই সব থেকে শক্তিশালী পয়েন্ট। এটি নির্ভর করে কতো গুছানো প্রস্তুতি আপনি নেন তার উপর। কিভাবে পড়লে রেলওয়ে পয়েন্টসম্যান পদে ইংরেজি প্রস্ততি সম্পন্ন করতে পারবেন সেটি সাবলীলভাবে আলোকপাত করা হলো-

    Parts of Speech 

বিশেষ করে এই অংশে জোর দিন। কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভালো না করলে আপনার জন্য ইংরেজির অন্যান্য অংশ গুলো কঠিন হয়ে যাবে। বিস্তারিত পড়ুন-

  • Noun
  • Pronoun 
  • Adverb 
  • Adjective 
    Rights forms of Verb

এটিও বিশেষ গুরুত্বপূর্ণ । এখান থেকেও প্রশ্ন আসে। MP3 প্রকাশনির বই দেখতে পারেন বা ইংলিশ মাস্টার্স ও ভালো একটি বই।

    Preposition 

এখানে আপনাকে ভালো করতে হলে প্রচুর প্রাকটিস করতে হবে। পাশাপাশি ফিক্সড প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে। নয়তো ভালো করা সম্ভব নয়। 

    Idiom and Phrase 

লিখিত পরীক্ষায় পাঁচটি ইডিউম এসে থাকে। এবং আপনাকে অর্থ সহ বাক্য রচনা করতে হবে। মুখস্থ ছাড়া উপায় নাই। একবারে সব পড়তে যাবেন না। সময় নিন। অল্প অল্প করে পড়ুন। কাজে আসবে ইনশা-আল্লাহ।


    Translation 

দুইধরনের ট্রান্সলেশন আসতে পারে একটি হল পেসেজ আকারে এবং অন্যটি বাক্য আকারে। এ ক্ষেত্রে ইংরেজি দক্ষতা এবং নিয়মিত পড়ার অভ্যাস ছাড়া বিকল্প নাই। ইংরেজিতে চিন্তা করতে শিখুন। পত্রিকা পড়ুন। 

এ বিষয়গুলো ভালোভাবে শেষ করলে আশা করা যায় রেলওয়ে পয়েন্টসম্যান পদে ইংরেজি প্রস্তুতি নিতে আর বেগ পোহাতে হবে না। ইনশা-আল্লাহ। 

  • রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি - গণিত


গণিতে ভীতি নিয়ে পরিক্ষা দিতে যাবেন না। আপনার চাকুরী হবে না নিশ্চিত থাকুন। আর গণিতে ভালো করতে পারলে আপনি অনেক এগিয়ে যাবেন এ বিষয়েও নিশ্চিত থাকুন। কেননা এটি এমন এক অংশ যেখানে ভালো করা সহজ এবং প্রশ্ন ও অনেক সহজ এবং  বেসিক থেকেই করা হয়। চলুন জেনে নেই কিভাবে রেলওয়ে পয়েন্টসম্যান গণিত প্রস্তুতি নিবেন-

    পাটিগণিত 

গভীরে যেতে হবে না। ষষ্ট থেকে অষ্টম শ্রেণির পাটিগণিত অংশ ভালোভাবে বুঝে শেষ করতে পারলেই হবে। তবে এখানে সব পড়ার দরকার নাই। বিগত সালের প্রশ্ন এনালাইসিস করলে বলা যায় নিচের টপিক গুলো কভার করলেই হবে-

  • লাভ ক্ষতি
  • সুদ কষ
  • অংশীদারি
  • সময় ও কাজ
  • ট্রেন স্রোত 
  • সংখ্যা 


    বীজগণিত 

সহজ প্রশ্ন হয়ে থাকে এক্ষেত্রেও আপনি ৬-১০ম শ্রেণীর বই দেখতে পারেন। তবে নিচের অধ্যায় গুলোতে জোর দিন-

  • মান নির্নয়
  • উৎপাদক 
  • লসাগু গসাগু
  • লগ নির্ণয় 

জ্যামিতি অংশ এতো গুরুত্বপূর্ণ নয়। তবে চাইলে আপনি বেসিক কিছু দেখে যেতে পারেন। 

  • রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি - সাধারণজ্ঞান 


সাধারনজ্ঞান অংশে ভালো করার গুরুত্ব নিয়ে আলোচনা না করি। চাকরি পেতে এটি একটি হাতিয়ার বলা চলে। এখানে আপনাকে প্রচুর জানতে হবে বিষয়টা এমন না। তবে কিছু বিষয়ে না জানলে আপনি কখনও উত্তর করতে পারবেন না। চলুন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে কি কি পড়বেন

  • বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ ⭐⭐⭐
  • বাংলাদেশের ভোগলিক অবস্থান ⭐⭐⭐
  • বাংলাদেশ সংবিধান ও বিভিন্ন সংশোধনী ⭐⭐
  • বঙ্গবন্ধু ও তার লিখিত গ্রন্থ সমূহ ⭐⭐⭐
  • বর্তমান সরকারের উন্নয়ন ⭐⭐⭐
  • বাজেট ⭐⭐
  • বিভিন্ন দেশের মুদ্রা ⭐
  • আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা ⭐⭐
এ বিষয়গুলো অবশ্যই ধারনা নিন। অন্যথায় পরিক্ষার হলে বিপদে পড়বেন। 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্ন প্যাটার্ন 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্ন প্যাটার্ন


একটি চাকুরী পেতে হলে ভালো পরিক্ষার বিকল্প কিছুই নাই। বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্ন পদ্ধিত বা প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিশেষ আলোচনা দরকার না থাকলেও প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে জানতেই হবে রেলওয়ে পয়েন্টসম্যান পদে কেমন প্রশ্ন হয়। তাই এই বিষয় টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হলো। 

পরিক্ষা হবে লিখিত আকারে এমসিকিউ পদ্ধতিতে বলেই অনুমান করা যাচ্ছে। তবে এর ব্যাতিক্রম হলে এমসিকিউ হতে পারে। যেখানে প্রশ্ন হতে পারে বাংলা, ইংরেজি, গনিত ও সাধারনজ্ঞান অংশ থেকে। 

রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্নের মান-বন্টন

রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্নের মান বণ্টন কি? বিগত সালের বিভিন্ন প্রশ্নের আলোকে বলা যায় প্রশ্ন হবে ৮০ নাম্বারে এবং মান বণ্টন হবে নিম্নোক্ত ভাবে-

  • বাংলা - ২০
  • ইংরেজি - ২০
  • গণিত - ২০
  • সাধারণজ্ঞান- ২০ 


 অন্যান্য প্রশ্নের উত্তরঃ

আপনাদের মনে রেলওয়ে পয়েন্টসম্যান পদে নিয়োগ নিয়ে যতো প্রশ্ন আছে তার সমাধান নিচে দেওয়া হলঃ

রেলওয়ে পয়েন্টসম্যান পরীক্ষা কবে? 

অনেকেই জানতে চাচ্ছেন রেলওয়ে পয়েন্টসম্যান পরিক্ষার ডেট কবে বা কবে পরীক্ষাটি অনুষ্টিত হবে তবে এটি এখন সিওর করে বলা যাচ্ছে না কারন পরিক্ষার তারিখ এখনো নির্ধারন করা হয়নি। তবে অতি শিগ্রই নির্ধারন করা হবে এবং উদ্বিগ্ন হবার কিছুই নাই। কারন আপনার দেওয়া নাম্বারে তারা মেসেজ দিবেন। সুতরাং পড়াশুনা চালিয়ে যান। 

রেলওয়ে পয়েন্টসম্যান এডমিট কার্ড ডাউনলোড 


রেলওয়ে পয়েন্টসম্যান এডমিট কার্ড এখনো ইসু করা হয়নি। এটি ইস্যু করে আপনাকে মেসেজ করা হবে। আপনি কেবল তখনই এটি ডাউনলোড করতে পারবেন। 

রেলওয়ে পয়েন্টসম্যান পদের কাজ কি? 


পয়েন্টসম্যানরা ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি কাজে নিয়োজিত থাকে। তাদের কাজের মধ্যে অন্যতম :

  • ট্রেন স্টেশন ছাড়ার আগে স্টেশন মাস্টারের কাছ থেকে রেলওয়ের ট্রাক অন্যান্য বিষয়ে তথ্যগুলি নিয়ে চালকদের কাছে পৌঁছে দেয়া।
  • কোন কোন রেলপথ পরিবর্তন।
  • ট্রেনের ইঞ্জিন কাটা ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ সংযোজন বিয়োজন করা।
  • ট্রেনের মাস্টার যদি খারাপ অবহাওয়ার কারণে সিগন্যাল দেখতে ব্যর্থ হন তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসা মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পয়েন্টসম্যান দের করতে হয়।
  • এছাড়া মাল বোঝাই গাড়ি দ্রুত দক্ষতার সাথে সঠিক জায়গায় প্লেসমেন্ট করে দেয়াটাও পয়েন্টসম্যানদের দায়িত্বের মধ্যে পড়ে।

রেলওয়ের পয়েন্টগুলো কোথায় থাকে 


কোন রেল স্টেশনে একটি লুপ লাইন থাকলে, এর উভয় পাশের ৪ টি পয়েন্ট থাকবে।প্রতিটি স্টেশনের হোম থেকে অ্যাডভান্স প্যাটেল এর আগ পর্যন্ত এসব পয়েন্ট এর অবস্থান।যে স্টেশনে যত লোক লুপ লাইন থাকবে তার ৪ গুন পয়েন্ট থাকতে পারে আবার কমবেশি হতে পারে, ব্যাপারটি নির্ভর করে একটি স্টেশনের ট্রাফিক এবং কার্যক্রমের গুরুত্ব অনুসারে।

পয়েন্টসম্যান এর বেতন কত

রেলওয়ের পয়েন্টসম্যান এর বেতন হল : ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পযর্ন্ত। সরকারি গ্রেডের ১৮ তম বেতন অনুযায়ী তাদের বেতন দেয়া হবে। এই মূল বেতনের পাশাপাশি তারা অন্যান্য ভাতাগুলিও পাবে।

পয়েন্টসম্যান এর প্রমোশন

একজন পয়েন্টসম্যান এর কাজের দক্ষতা অনুযায়ী চীফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত প্রমোশনের সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ৪ ম্যান পদে ৬ বছর চাকুরীকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে।

শেষ কথা


আশা করি আপনারা এই আর্টিকেলে থেকে পয়েন্টসম্যান প্রস্তুতি, পয়েন্টসম্যান এর কাজ কি, পয়েন্টসম্যান এর প্রমোশন এবং পয়েন্টসম্যান এর বেতন সহ সুযোগ সুবিধা নিয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছেন।



*

Post a Comment (0)
Previous Post Next Post

ad

Recent in Sports

add_action('wp_footer', function(){ if(!is_single()) return; ?>