মোবাইলে ইন্টারনেট দিয়ে ফ্রিতে মেসেজ পাঠানোর সেরা ৫ টি সাইট
ইন্টারনেট
ব্যবহার করে সম্পূর্ণ ফ্রী-তে মোবাইলে মেসেজ
করার উপায় খুঁজে খুঁজে
ক্লান্ত হয়ে থাকলে আপনাকে
স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের অনেকের নানা কারনে মোবাইল
ফোনে ইন্টারনেট থেকে মেসেজ করার
প্রয়োজন হয়। কিন্তু আমরা
তার সঠিক নিয়ম বা
সঠিক সাইটের সন্ধ্যান পাই না। তাই
আজকে আমরা আপনাদের সামনে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিতে নাম্বারে মেসেজ করবেন বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ইনশা-আল্লাহ
মেসেজ কি?
আমরা জানি মেসেজ শব্দের অর্থ বার্তা। যা আপনি যোগাযোগের ক্ষুদে উপায় গুলোর মধ্যে একটি ধরতে পারেন। আমরা নানা প্রয়োজনে বার্তা আদান প্রদান করে থাকি সেটা ফোন নাম্বার থেকে ফোন নাম্বারে, ফেসবুক আইডি থেকে ফেসবুকে, ইমু থেকে ইমুতে সহ অন্যান্য মাধ্যমে। তবে আমদের আজকের আলোচনা হচ্ছে ইন্টারনেট থেকে কিভাবে মোবাইল নাম্বারে মেসেজ দিবেন। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাই করবো।
ইন্টারনেট থেকে মোবাইলে মেসেজ পাঠানোর নিয়মঃ
ইন্টারনেট থেকে মোবাইলে মেসেজ পাঠানোর জন্য দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে মোবাইল সফটওয়ার ব্যাবহার করে এবং অন্যটি হচ্ছে কোন ওয়েবসাইট থেকে। তবে এখানে বলে রাখা ভালো Free Message Sending Application নামে যা গুগল প্লে স্টোরে রয়েছে তা মোটেই কার্যকরী নয় এবং শুধুই আপনার সময় নষ্ট করবে। আমরা অনেকেই খুঁজে থাকি এবং বেশ কিছু সফটওয়ার পাই কিন্তু কাজের একটিও নয়। যেমন Free Text Message App, Free SMS App ইত্যাদি।
তাই আমরা আপনাদেরকে কোন মোবাইল এপ্লিকেশন নয় বরং কার্যকরী ৫ টি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো ইনশা-আল্লাহ এগুলো ব্যবহার করে বিশ্বের যেকোন দেশে মোবাইল নাম্বারে মেসেজ করতে পারবেন।
কিভাবে ইন্টারনেট থেকে মোবাইলে মেসেজ করবেনঃ
যেহেতু আমরা আগেই বলেছি আপনাদের সাথে বাচাই করা এবং কার্যকরী ৫ টি সাইট নিয়ে কথা বলবো তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করি।
১) Text EM
আমাদের পছন্দের তালিকায় প্রথম সাইটটি হচ্ছে Text EM এটি ব্যবহার করে আপনি ইউরোপ আমেরিকা সহ বিশ্বের অন্যান্য অনেক দেশেই মেসেজ পাঠাতে পারবেন। এর সুবিধা হচ্ছে এখানে কোন প্রকার বিজ্ঞাপন দেখে আপনাকে ক্রেডিট আর্ন করতে হবে না। আপনি আপনার ইচ্ছা মতো মেসেজ সেন্ড করতে পারবেন যেকোন ফোন নাম্বারে।
তবে এর উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে আপনি চাইলেই অনেক গুলো মেসেজ এক সাথে সেন্ড করতে পারবেন না কেননা এই সাইটটি কোন স্প্যাম্পিং এলাউ করে না।
২) Send SMS Now
ইন্টারনেট ব্যবহার করে ফোনে মেসেজ করার যে সাইট গুলো বেশ কার্যকরী তার মধ্যে অন্যতম হচ্ছে OpenTextOnline সাইটটি । এখানে আপনি বিশ্বের ৫০ টির ও বেশি দেশে ফোন নাম্বারে মেসেজ সেন্ড করতে পারবেন। তবে উত্তর আমেরিকা এবং ইউরোপিয়ান দেশ গুলোতে এটি সব থেকে বেশি জন প্রিয়। তবে আপনি চাইলে বাংলাদেশ থেকেও এটি ব্যবহার করতে পারবেন।
এ ওয়েবসাইট এর বিশেষ সুবিধা হচ্ছে আপনি চাইলে অডিও, ভিডিও এবং ইমেজ ও সেন্ড করতে পারবেন।
৪) Text Drop
বিশ্বের পরিচিত একটি মেসেজ সেন্ডিং সাইট। আপনি চাইলে অনায়সে এখান থেকে মেসেজ পাঠাতে পারেন যে কোন নাম্বারে, যেকোন নির্ধারিত দেশে। এতে কোন বাধ্যবাধকতা নেই। এর সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোন ধরনের একাউন্ট খোলা বা সাইন আপের ঝামেলা পোহাতে হবে না। এবং আপনার যদি ম্যাকবুক থাকে তাহলে আপনি widget হিসাবেও এটি ব্যবহার করতে পারবেন।
তবে এর সীমাবদ্ধতা হচ্ছে এটি শুধু আমেরিকা ও কানাডায় ব্যবহার করা যায়।
৫) TXTEMNOW
অন্যান্য সাইটগুলোর মতো আপনি TXTEMNOW এর মাধ্যমেও যে কোন ফোনে মেসেজ পাঠাতে পারবেন। এবং এটি বেশ কার্যকর। আপনি চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন।