কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি ও বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে আজকের আলোচনা। বিআরটিসি কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের পরিক্ষার তারিখ নির্ধারন করেছে আগামী ১ জুলাই পরিক্ষা অনুষ্ঠিত হবে। কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি কিভাবে নিবেন এবং বিগত সালের প্রশ্ন সহ অন্যান্য প্রশ্নের উত্তর গুলো জানতে পড়তে থাকুন।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে কি লিখিত নাকি এমসিকিউ?
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের নিয়োগ পরিক্ষা লিখিত আকারে অনুষ্টিত হবে। কেননা এডমিট কার্ডে তাই উল্লেখ রয়েছে। এবং নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী এটি ৩য় শ্রেণির একটি পদ। এবং এ পদে লিখিত পরিক্ষা হবার সম্ভাবনাই অধিক। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগির সংখ্যা বেশি থাকলে এমসিকিউ ও হয়ে থাকে। আশা করা যাচ্ছে কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে এবং তারপর ব্যবহারিক ও ভাইবা রয়েছে।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রশ্ন প্যাটার্ন
BRTC Counterman Question Pattern কেমন হবে এটি সকলের জানা আবশ্যক অন্যথায় ভালো প্রস্তুতি নিতে পারবে না। তাই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি মনে করছি। যেহেতু কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে হবার সম্ভাবনাই বেশি তাই আমাদেরকে লিখিত আকারেই প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করতে হবে। লিখিত আকারে সাধারণত ৩য় ও ৪র্থ শ্রেণির চাকুরীর নিয়োগ পরিক্ষা গুলো অনুষ্টিত হয়ে থাকে। এক্ষেত্রে প্রশ্ন এসে থাকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারনজ্ঞান থেকে। কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে প্রস্তুতি অংশে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সাথেই থাকুন।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান এডমিট কার্ড ডাউনলোড করবো কিভাবে?
পরিক্ষার তারিখ নির্ধারন করা হয়েছে ১ জুলাই ২০২২ রোজ শুক্রবার। ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ লিখিত পরিক্ষা অনুষ্টিত হবে সকাল ১০ টাকা হতে। তার পূর্ব কার্যক্রম হিসাবে বি আর টি সি কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে এডমিট কার্ড ইস্যু করেছে। আপনি তাদের দেওয়া মোবাইল মেসেজ ফলো করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। অথবা আমাদের দেওয়া ধাপ গুলো ফলো করে এডমিট কার্ড ডাউনলোড করুন-
ধাপ- ১
আপনার মোবাইল বা পিসি থেকে এখানে প্রবেশ করুন এবং নিচের মতো একটি পেইজ ওপেন হবে।
ধাপ - ২
এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Submit লিখায় ক্লিক করুন। তাহলেই আপনার এডমিট ডাউনলোড হয়ে যাবে। এরপর এটির একটি কলার প্রিন্ট করে নিন। যেকোন কম্পিউটার দোকানে গেলেই প্রিন্ট করে দিবে।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি নিবেন কিভাবে?
চাকুরী পাওয়ার জন্য শর্ত হচ্ছে সঠিক প্রস্তুতি । কিন্তু সেটি নিয়ে আমাদের যদি সঠিক ধারনা বা গাইডলাইন না থাকে তাহলে তুমুল প্রতিযোগিতায় ঠিকা অসম্ভব বলা চলে। তাই আমরা এখানে আলোচনা করবো কিভাবে আপনি কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে সঠিক প্রস্তুতি নিতে পারবেন। চলুন শুরু করি।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি - গণিত
প্রথমেই গণিত নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার গণিত ভীতি কাটানোর চেষ্টা করি। গণিত অংশ চাকুরী পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ন । কেননা এ অংশে আপনি চাইলে সম্পূর্ন নাম্বার পেতে পারেন আবার না পারলে জিরোও পাবেন। যারা গনিতে ভালো নাম্বার পাবেন তারা নিঃসন্দে অনেক এগিয়ে থাকবেন। কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের জন্য গণিত কি কি পড়বেন-
পাটিগণিত - এখান থেকে প্রশ্ন আসবেই। দেখা যায় বেশি প্রশ্ন এখান থেকেই আসে। আপনাকে সব পড়তে হবে না। কিছু অধ্যায় পড়লেই হবে। যেমন-
- লাভ ক্ষতি
- সুদ কষ
- অংশীদারি
- সময় ও কাজ
- ট্রেন স্রোত
- সংখ্যা
বীজগণিত - সহজ প্রশ্ন হয়ে থাকে এক্ষেত্রেও আপনি ৬-১০ম শ্রেণীর বই দেখতে পারেন। তবে নিচের অধ্যায় গুলোতে জোর দিন-
- মান নির্নয়
- উৎপাদক
- লসাগু গসাগু
- লগ নির্ণয়
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি - সাধারণজ্ঞান
সাধারনজ্ঞান অংশে ভালো করার গুরুত্ব নিয়ে আলোচনা না করি। চাকরি পেতে এটি একটি হাতিয়ার বলা চলে। এখানে আপনাকে প্রচুর জানতে হবে বিষয়টা এমন না। তবে কিছু বিষয়ে না জানলে আপনি কখনও উত্তর করতে পারবেন না। চলুন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে কি কি পড়বেন
- বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ
- বাংলাদেশের ভোগলিক অবস্থান
- বাংলাদেশ সংবিধান ও বিভিন্ন সংশোধনী
- বঙ্গবন্ধু ও তার লিখিত গ্রন্থ সমূহ
- বর্তমান সরকারের উন্নয়ন
- বাজেট
- বিভিন্ন দেশের মুদ্রা
- আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি - ইংরেজি
ইংরেজি প্রস্তুতি একটি ভীতির নাম আবার অনেকের কাছে এটিই সব থেকে শক্তিশালী পয়েন্ট। এটি নির্ভর করে কতো গুছানো প্রস্তুতি আপনি নেন তার উপর। কিভাবে পড়লে রেলওয়ে পয়েন্টসম্যান পদে ইংরেজি প্রস্ততি সম্পন্ন করতে পারবেন সেটি সাবলীলভাবে আলোকপাত করা হলো-
Parts of Speech
বিশেষ করে এই অংশে জোর দিন। কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভালো না করলে আপনার জন্য ইংরেজির অন্যান্য অংশ গুলো কঠিন হয়ে যাবে। বিস্তারিত পড়ুন-
- Noun
- Pronoun
- Adverb
- Adjective
Rights forms of Verb
এটিও বিশেষ গুরুত্বপূর্ণ । এখান থেকেও প্রশ্ন আসে। MP3 প্রকাশনির বই দেখতে পারেন বা ইংলিশ মাস্টার্স ও ভালো একটি বই।
Preposition
এখানে আপনাকে ভালো করতে হলে প্রচুর প্রাকটিস করতে হবে। পাশাপাশি ফিক্সড প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে। নয়তো ভালো করা সম্ভব নয়।
Idiom and Phrase
লিখিত পরীক্ষায় পাঁচটি ইডিউম এসে থাকে। এবং আপনাকে অর্থ সহ বাক্য রচনা করতে হবে। মুখস্থ ছাড়া উপায় নাই। একবারে সব পড়তে যাবেন না। সময় নিন। অল্প অল্প করে পড়ুন। কাজে আসবে ইনশা-আল্লাহ।
Translation
দুইধরনের ট্রান্সলেশন আসতে পারে একটি হল পেসেজ আকারে এবং অন্যটি বাক্য আকারে। এ ক্ষেত্রে ইংরেজি দক্ষতা এবং নিয়মিত পড়ার অভ্যাস ছাড়া বিকল্প নাই। ইংরেজিতে চিন্তা করতে শিখুন। পত্রিকা পড়ুন।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান প্রস্তুতি - বাংলা
লিখিত আকারে এমসিকিউ শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। এটি মূলত ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পরিক্ষা গুলোর জন্য প্রযোজ্য হয়। কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদে ও লিখিত আকারে এমসিকিউ আকারে পরিক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। প্রশ্ন হচ্ছে লিখিত আকারে এমসিকিউ পরিক্ষা হলে বাংলা ব্যাকরন অংশ থেকে কি কি পড়বো? এ প্রশ্নের উত্তর খুবই সহজ এবং নিচে একটি তালিকা দেওয়া হলো-
- সন্ধি বিচ্ছেদ
- সমাস
- কারক ও বিভক্তি
- সমার্থক ও বিপরীত শব্দ
- বাগধারা
- প্রবাদ বাক্য
- শব্দ শুদ্ধিকরণ
লিখিত অংশের জন্য দেখতে পারেন-
- ভাব সম্প্রসারণ
- রচনা
- পত্র লিখন
অন্যান্য জিজ্ঞাসা ও উত্তর
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের কাজ কি
এ পদের কাজ মূলত কাউন্টারম্যান মানে গননা কারি, তদারকি করা ইত্যাদি। এটি ৩য় শ্রেণির একটি পদ। সুতরাং আপনি এখানে জয়েন করলে আপনাকে প্রতিষ্টানটির আরোপিত সকল দায়িত্ব পালন করতে হবে।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের পেনশন আছে কি?
জ্বী! অবশ্যই আপনি পেনশন এবং সকল ভাতা পাবেন সরকারি বিধান অনুযায়ী।
কন্ডাক্টর গ্রেড-ডি কাউন্টারম্যান পদের বেতন কত?
কন্ডাক্টর গ্রেড-ডি (কাউন্টারম্যান)এর বেতন হল : ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পযর্ন্ত। সরকারি গ্রেডের ১৮ তম বেতন অনুযায়ী তাদের বেতন দেয়া হবে। এই মূল বেতনের পাশাপাশি তারা অন্যান্য ভাতাগুলিও পাবে।
শেষ কথা
কন্ডাক্টর গ্রেড-ডি (কাউন্টারম্যান) প্রস্তুতি ও অন্যান্য প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে পেরেছি। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। ইনশা-আল্লাহ হেল্প করা হবে।