বাংলা কীওয়ার্ড রিসার্চ করতে হলে যা জানতেই হবে। Bangla Keyword Research

বাংলা কীওয়ার্ড রিসার্চ কি?  কিভাবে বাংলা কীওয়ার্ড রিচার্স করবেন?
Bangla Keyword Research



বাংলা কীওয়ার্ড রিসার্চ শব্দটির সাথে ব্লগার মাত্রই পরিচিত। প্রতিযোগিতার এই ডিজিটাল যুগে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতার মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। ঠিক তেমন যারা বাংলায় নতুন ব্লগিং শুরু করেন কিন্তু কিভাবে বাংলা কীওয়ার্ড রিসার্চ করতে হয় জানেন না। একটি ব্লগ পোষ্ট গুগলে র‍্যাংক করার জন্য কীওয়ার্ড রিসার্চ অতীব জরুরি। গুগলইউটিউব বা অন্যান্য মাধ্যমে ইংরেজি কীওয়ার্ড রিসার্চ নিয়ে সম্যক আলোচনা, টিউটোরিয়াল থাকলে  Bangla Keyword Research নিয়ে তেমন কোন আলোচনা দেখা যায় না। বিশেষ করে ইংরেজি কীওয়ার্ড রিসার্চ বিভিন্ন টুলস থাকলেও Bangla Keyword Research Tools আমাদের অনেকেরই জানা নাই। তাই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বাংলা কীওয়ার্ড রিসার্চ কি?

কীওয়ার্ড বলতে বুঝায় যে সব শব্দ বা শব্দ সমষ্টি লিখে আমরা কোন সার্চ ইঞ্জিনে (গুগুল, বিং, ইয়াহু) সার্চ করি। আর যখন একজন ব্লগার কীওয়ার্ড রিসার্চ জন্য বিশ্লেষন করে অধিক সার্চ প্রাপ্ত শব্দগুলো খুঁজে বের করেন তাকেই কীওয়ার্ড রিসার্চ বলে। বাংলা কিওয়ার্ডের উদাহরণ- বাংলা কীওয়ার্ড কি, কিভাবে বাংলা কীওয়ার্ড রিসার্চ করতে হয়, বাংলা কীওয়ার্ড রিসার্চ করার ফ্রী টুলস ইত্যাদি। 

বাংলা কীওয়ার্ড কত প্রকার ও কি কি 

কীওয়ার্ড রিসার্চের আগে জানতে হবে কীওয়ার্ড কত প্রকার ও কি কি বা কীওয়ার্ড কেমন হয়। আকারের উপর ভিত্তি করে বাংলা কীওয়ার্ডকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ 
  • শর্ট টেইল কীওয়ার্ড, 
  • মিড টেইল কীওয়ার্ড এবং 
  • লং টেইল কীওয়ার্ড

শর্ট টেইল কীওয়ার্ড কি এবং শর্ট টেইল কীওয়ার্ড কি র‍্যাংকের জন্য ভালো?

কীওয়ার্ড রিসার্চের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোন কীওয়ার্ড কেমন। যাই হোক, শর্ট টেইল কীওয়ার্ড বলতে বুঝায় এক (০১) শব্দের কীওয়ার্ড। যা আমরা সার্চ করে থাকি। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরেন একজন গুগলে গিয়ে সার্চ করলো "কীওয়ার্ড" তখন সার্চ ইঞ্জিন তাকে কিছু রেজাল্ট দিবে। শর্ট টেইল কীওয়ার্ড ভালো, অনেক ভিজিটর পাওয়া যায়। কিন্তু প্রতিযোগিতা অনেক। তাই যারা নতুন ব্লগে এসেছেন এবং সাইট নতুন তাদের জন্য শর্ট টেইল কীওয়ার্ড তেমন ভালো চয়েজ হবে না। 

মিড টেইল কীওয়ার্ড কি? মিড টেইল কীওয়ার্ড কি র‍্যাংক করে? 

মিড টেইল কীওয়ার্ড হচ্ছে একের অধিক দুই থেকে চার শব্দের কীওয়ার্ড। উদাহরণ- "বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস" । কোন কীওয়ার্ড র‍্যাংক করবে তা বলা জঠিল তবে এইধনের কীওয়ার্ড র‍্যাংক করানো অধিকতর সহজ। এবং অনেক ভিজিটর পাওয়া যায়। নতুন ব্লগারদের জন্য ট্রিকসেলার এর পক্ষ থেকে মিড টেইল কীওয়ার্ড ব্যবহার করার সাজেশন থাকবে। 

লং টেইল কিওয়ার্ড কি, লং টেইল কীওয়ার্ড কি ভিজিটর আসে? 

যে কীওয়ার্ডে ৪ এর অধিক শব্দ থাকে তাকেই সাধারণত লং টেইল কীওয়ার্ড বলা যায়। এ ধরনের কীওয়ার্ডের একটি উদাহরণ হতে পারে- " কিভাবে ফ্রি টুলস দিয়ে বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে হয়" । লং টেইল কীওয়ার্ডে বেশি ভিজিটর আশা করা যায় না। তবে এটি নিয়েও কাজ করা যায়। 

কেন বাংলা কীওয়ার্ড রিসার্চ করবেন?

Why Bangla keyword research is important


বাংলায় ব্লগে মনিটাইজেশন চালু হবার পর থেকেই বাংলায় অনেক ব্লগিং জনপ্রিয়তা অর্জন করেছে এবং সাথে সাথে ব্লগিং জগতে প্রতিযোগিতাও বেড়েছে। কাছেই একজন ব্লগারকে সফল হতে হলে কীওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখতে হয়। কেন বাংলা কীওয়ার্ড রিসার্চ করবেন এই প্রশ্নের একটিই উত্তর- গুগলে র‍্যাংক করতে। আমরা প্রধানত দুইভাবে আমাদের লিখা কন্টেন্ট টার্গেটেড ভিজিটরের কাছে তুলে ধরতে পারি। যেমন- 
  • গুগলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে এবং 
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে। 
কিন্তু প্রথমটির জন্য আপনাকে গুগলকে টাকা দিতে হবে। যা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই আমাদের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে অর্গানিক ভিজিটর আনতে হয়। কিন্তু সমস্যা হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব একটা সহজ কাজ নয়। এর জন্য দক্ষতা দরকার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই সঠিক কীওয়ার্ড বাচাই করতে হবে। এক কথায় এর কোন বিকল্প নাই। বলা হয়ে থাকে সঠিক কীওয়ার্ড নির্ধারন করার উপর ব্লগিং সাফল্য ৫০% নির্ভর করে। কাজেই সঠিক বাংলা কীওয়ার্ড রিসার্চ করার বিকল্প নাই। 

কিভাবে বাংলা কীওয়ার্ড রিসার্চ করতে হয় 

How to research bangla keyword


বাংলা কীওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে রকেট সাইন্স শিখতে হবে না। তবে এর জন্য যথেষ্ট সময় দিতে হবে। কেননা আপনার আর্টিকেল মানুষ পড়বে কি না তার ১০০ ভাগ নির্ভর করে সঠিক কীওয়ার্ড নির্ধারণ করা। বাংলা কীওয়ার্ড রিসার্চের জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। নিচে সেগুলো আলোচনা করা হলোঃ

কিওয়ার্ড রিসার্চের সাথে অনেকগুলো বিষয়ে সম্পৃক্ত রয়েছে । আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে বেশ কিছু বিষয় মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করতে হবে । কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো সব সময় আপনার সামনে চলে আসবে । এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন - সার্চ ভলিয়্যুম, সার্চ ট্রেন্ডস, লোকেশন, সিপিসি, ফিল্টার, কিওয়ার্ড ডিফিকাল্টি ।

সার্চ ভলিয়্যুম

সার্চ ভলিয়্যুম হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড রয়েছে সেটা প্রতি মাসে কি পরিমান মানুষ সার্চ করে, সেটা মূলত আপনার সার্চ ভলিয়মে দেখানো হয় ।

সার্চ ট্রেন্ডস

সার্চ ট্রেন্ডস আপনাকে দেখাবে বছরের কোন সময়টিতে আপনার টার্গেটেড কী-ওয়ার্ডটি কি পরিমান সার্চ ভলিয়্যুম আসে ।

লোকেশন

আপনি কোন লোকেশনে কিওয়ার্ড রিসার্চ করতে চান? ধরুন আপনি যদি বাংলাদেশের মার্কেট টার্গেট করেন তাহলে আপনার লোকেশনে বাংলাদেশ সিলেক্ট করলে আপনি বাংলাদেশ রিলেটেড কিওয়ার্ড গুলি পাবেন । আর আপনি যদি ইউএসএ এর মার্কেটে কাজ করতে চান তাহলে ইউএসএ লোকেশন সেট করলে তাহলে ইউএসএ রিলেটেড কিওয়ার্ড পাবেন ।

সিপিসি

সি পি সি (CPC) এর ফুল ফর্ম হচ্ছে Cost per click । অর্থাৎ আপনি যে টার্গেটের কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে গুগোল, ইয়াহু, বিংকে কত পে করতে হবে প্রতি ক্লিকে এটাই হচ্ছে সিপিসি । কিছু কিছু টুলস এগুলোও দেখাবে ।

ফিল্টার

কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা বেশ কিছু ফিল্টার সেট করি । যেমন - আমরা সার্চ ভলিয়্যুমের জন্য ফিল্টার সেট করি । ধরুন আমি যদি কোন কিওয়ার্ড রিসার্চ করি তাহলে অনেক ক্ষেত্রে লো-কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য ফিল্টারে ১০-১০০ বা ১০-৪০০ যে কিওয়ার্ড গুলো রয়েছে নরমালি সেই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করি ।

সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি । কারণ এই কীবোর্ড গুলো নিয়ে অনেকে কাজ করেনা বা ফোকাস করেনা । এছাড়া ফিল্টারে আপনি নেগেটিভ কিওয়ার্ডগুলোও ফিল্টার করতে পারবেন ।

কিওয়ার্ড ডিফিকাল্টি

কীওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ এসইও ডিফিকাল্টি এবং কিওয়ার্ড কম্পিটিশন নামেও পরিচিত । কোন কীওয়ার্ড গুগল সার্চে বা সার্চ ইঞ্জিনে র‌্যাংক করানো কতটা কঠিন বা সহজ তার প্যারামিটারকেই কীওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন বলা হয় । 

বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস 

আপনি যদি Bangla Keyword Research করতে চান মনে রাখতে হবে কীওয়ার্ড রিসার্চ করার প্রায় সবগুলো টুলসই পেইড। কিন্তু আমরা আপনাকে ফ্রিতে কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করবেন তা বেশ কয়েকটি টুলসের ব্যাবহারে শিখিয়ে দিবো। আমরা আজকে ৫ টি ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলসের সাহায্যে একদম প্রফেশনাল উপায়ে চিত্র সহকারে দেখাবো। 

Ubersuggest কি এবং Ubersuggest keyword Research Tools কিভাবে ব্যাবহার করবেন?

বাংলা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস-How to use Ubersuggest for bangla keyword research




ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস হিসাবে উবারসাজেস্ট টুলসটি বেশ জনপ্রিয় এবং কার্যকর। একটি  ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস থেকে আপনি যা আশা করতে পারেন তার সব রয়েছে এখানে। এটির পেইড ভার্শন রয়েছে। তবে আমরা আলোচনা করবো কিভাবে Ubersuggest ফ্রিতে ব্যাবহার করে বাংলা কীওয়ার্ড রিসার্চ করবেন। 

এটির মাধ্যমে আপনি জানতে পারবেন-

  • কীওয়ার্ড সাজেশন
  • সিপিসি
  • টপ র‍্যাংক করা পেইজ এবং তাদের মাসিক ক্লিক উক্ত কীওয়ার্ডের জন্য
  • প্রতিযোগি সাইটের ডিএ পিএ 
  • অন্যান্য
কিভাবে Ubersuggest ব্যবহার করবেন

ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলসটি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

  • Ubersuggest সাইটে সাইন আপ করতে হবে।
  • তারপর লগিন করতে হবে
  • আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসাবে সেট করতে হবে। 



*

Post a Comment (0)
Previous Post Next Post

ad

Recent in Sports

add_action('wp_footer', function(){ if(!is_single()) return; ?>