বাংলা কীওয়ার্ড রিসার্চ কি?
বাংলা কীওয়ার্ড কত প্রকার ও কি কি
- শর্ট টেইল কীওয়ার্ড,
- মিড টেইল কীওয়ার্ড এবং
- লং টেইল কীওয়ার্ড
শর্ট টেইল কীওয়ার্ড কি এবং শর্ট টেইল কীওয়ার্ড কি র্যাংকের জন্য ভালো?
মিড টেইল কীওয়ার্ড কি? মিড টেইল কীওয়ার্ড কি র্যাংক করে?
লং টেইল কিওয়ার্ড কি, লং টেইল কীওয়ার্ড কি ভিজিটর আসে?
কেন বাংলা কীওয়ার্ড রিসার্চ করবেন?
- গুগলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে এবং
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে।
কিভাবে বাংলা কীওয়ার্ড রিসার্চ করতে হয়
কিওয়ার্ড রিসার্চের সাথে অনেকগুলো বিষয়ে সম্পৃক্ত রয়েছে । আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে বেশ কিছু বিষয় মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করতে হবে । কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো সব সময় আপনার সামনে চলে আসবে । এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন - সার্চ ভলিয়্যুম, সার্চ ট্রেন্ডস, লোকেশন, সিপিসি, ফিল্টার, কিওয়ার্ড ডিফিকাল্টি ।
সার্চ ভলিয়্যুম
সার্চ ভলিয়্যুম হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড রয়েছে সেটা প্রতি মাসে কি পরিমান মানুষ সার্চ করে, সেটা মূলত আপনার সার্চ ভলিয়মে দেখানো হয় ।
সার্চ ট্রেন্ডস
সার্চ ট্রেন্ডস আপনাকে দেখাবে বছরের কোন সময়টিতে আপনার টার্গেটেড কী-ওয়ার্ডটি কি পরিমান সার্চ ভলিয়্যুম আসে ।
লোকেশন
আপনি কোন লোকেশনে কিওয়ার্ড রিসার্চ করতে চান? ধরুন আপনি যদি বাংলাদেশের মার্কেট টার্গেট করেন তাহলে আপনার লোকেশনে বাংলাদেশ সিলেক্ট করলে আপনি বাংলাদেশ রিলেটেড কিওয়ার্ড গুলি পাবেন । আর আপনি যদি ইউএসএ এর মার্কেটে কাজ করতে চান তাহলে ইউএসএ লোকেশন সেট করলে তাহলে ইউএসএ রিলেটেড কিওয়ার্ড পাবেন ।
সিপিসি
সি পি সি (CPC) এর ফুল ফর্ম হচ্ছে Cost per click । অর্থাৎ আপনি যে টার্গেটের কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে গুগোল, ইয়াহু, বিংকে কত পে করতে হবে প্রতি ক্লিকে এটাই হচ্ছে সিপিসি । কিছু কিছু টুলস এগুলোও দেখাবে ।
ফিল্টার
কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা বেশ কিছু ফিল্টার সেট করি । যেমন - আমরা সার্চ ভলিয়্যুমের জন্য ফিল্টার সেট করি । ধরুন আমি যদি কোন কিওয়ার্ড রিসার্চ করি তাহলে অনেক ক্ষেত্রে লো-কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য ফিল্টারে ১০-১০০ বা ১০-৪০০ যে কিওয়ার্ড গুলো রয়েছে নরমালি সেই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করি ।
সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি । কারণ এই কীবোর্ড গুলো নিয়ে অনেকে কাজ করেনা বা ফোকাস করেনা । এছাড়া ফিল্টারে আপনি নেগেটিভ কিওয়ার্ডগুলোও ফিল্টার করতে পারবেন ।
কিওয়ার্ড ডিফিকাল্টি
কীওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ এসইও ডিফিকাল্টি এবং কিওয়ার্ড কম্পিটিশন নামেও পরিচিত । কোন কীওয়ার্ড গুগল সার্চে বা সার্চ ইঞ্জিনে র্যাংক করানো কতটা কঠিন বা সহজ তার প্যারামিটারকেই কীওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন বলা হয় ।
বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস
আপনি যদি Bangla Keyword Research করতে চান মনে রাখতে হবে কীওয়ার্ড রিসার্চ করার প্রায় সবগুলো টুলসই পেইড। কিন্তু আমরা আপনাকে ফ্রিতে কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করবেন তা বেশ কয়েকটি টুলসের ব্যাবহারে শিখিয়ে দিবো। আমরা আজকে ৫ টি ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলসের সাহায্যে একদম প্রফেশনাল উপায়ে চিত্র সহকারে দেখাবো।
Ubersuggest কি এবং Ubersuggest keyword Research Tools কিভাবে ব্যাবহার করবেন?
ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস হিসাবে উবারসাজেস্ট টুলসটি বেশ জনপ্রিয় এবং কার্যকর। একটি ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলস থেকে আপনি যা আশা করতে পারেন তার সব রয়েছে এখানে। এটির পেইড ভার্শন রয়েছে। তবে আমরা আলোচনা করবো কিভাবে Ubersuggest ফ্রিতে ব্যাবহার করে বাংলা কীওয়ার্ড রিসার্চ করবেন।
এটির মাধ্যমে আপনি জানতে পারবেন-
- কীওয়ার্ড সাজেশন
- সিপিসি
- টপ র্যাংক করা পেইজ এবং তাদের মাসিক ক্লিক উক্ত কীওয়ার্ডের জন্য
- প্রতিযোগি সাইটের ডিএ পিএ
- অন্যান্য
ফ্রি বাংলা কীওয়ার্ড রিসার্চ টুলসটি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ
- Ubersuggest সাইটে সাইন আপ করতে হবে।
- তারপর লগিন করতে হবে
- আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসাবে সেট করতে হবে।