IBBL Field Officer Previous Year Written Question
How to download IBBL Field Officer (FO) Admit card
How to take preparation for IBBL Field Officer written exam
IBBL Field Officer Written Exam Patterns
- Profit loss
- Train
- Time and Work
- Boat stream etc
IBBL Field Officer written Question Solution
The exam of IBBL Field Officer last was in 2016. And that time it was not in written format. It was MCQ. We have solved the IBBL Field Officer previous year questions in the below.
১। 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) তুর্কি
(খ) ফারসি
(গ) উর্দু
(ঘ) খাঁটি বাংলা
উত্তরঃ ক। তুর্কি
২। 'তামার বিষ' বাগধারার প্রকৃত অর্থ কী?
(ক) নির্দয়
(খ) অর্থের কুপ্রভাব
(গ) তামা থেকে উৎপন্ন বিষ
(ঘ) ভীষণ বিষাক্ত
উত্তরঃ খ। অর্থের কুপ্রভাব
৩। 'শেষের কবিতা' কী ধরনের গ্রন্থ?
(ক) কাব্য
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) প্রহসন
উত্তরঃ খ। উপন্যাস
৪। 'তটিনী'--এর সমার্থক শব্দ কোনটি?
(ক) জলধি
(খ) নদী
(গ) সলিল
(ঘ) আকাশ
উত্তরঃ খ। নদী
৫। 'লাভ করার ইচ্ছা' এক কথায় ----
(ক) লোভ
(খ) লিপ্সা
(গ) লোভী
(ঘ) বুভুক্ষা
উত্তরঃ খ। লিপ্সা
৬। Laugh শব্দটি Noun হচ্ছে----
(ক) Laugh
(খ) Laughing
(গ) Laughble
(ঘ) Laughter
উত্তরঃ ঘ। Laughter
৭। Which one is plural?
(ক) physics
(খ) Ethics
(গ) Scissors
(ঘ) News
উত্তরঃ গ। Scissors
৮। কোনটি Reflexive pronoun?
(ক) He
(খ) Each
(গ) Myself
(ঘ) Who
উত্তরঃ গ। Myself
৯। ------is it difficult ----dispose ---waste?
(ক) where, to , for
(খ) where, for, such
(গ) why, with, in
(ঘ) why, to , of
উত্তরঃ ঘ। why, to , of
১০। Synonym for the word 'vigour'--
(ক) Warmth
(খ) Courage
(গ) Boldness
(ঘ) Strength
উত্তরঃ ঘ। Strength
১১। Antonym for the word 'enormous'-
(ক) Soft
(খ) Weak
(গ) Tiny
(ঘ) Average
উত্তরঃ গ। Tiny
১২। The verb form of 'necessity'----
(ক) Necessity
(খ) Necessiate
(গ) Necessitise
(ঘ) Necessitate
উত্তরঃ ঘ। Necessitate
১৩। Antonym of 'bankrupt'----
(ক) Thoughtless
(খ) Changeable
(গ) Show
(ঘ) Wealthy
উত্তরঃ ঘ। Wealthy
১৪। He died ----his country.
(ক) by
(খ) on
(গ) of
(ঘ) for
উত্তরঃ ঘ। for
১৫। An ordinance is ---
(ক) a book
(খ) a law
(গ) a newspaper
(ঘ) a manuscript
উত্তরঃ খ। a law
১৬। Who is called the 'poet of beauty'?
(ক) William Wordsworth
(খ) P.B. Shelley
(গ) John Keats
(ঘ) Shakespeare
উত্তরঃ গ। John Keats
১৭। 'Out of out' means -----?
(ক) Not at all
(খ) Brave
(গ) Thoroughly
(ঘ) none of these
উত্তরঃ ঘ। none of these
১৮। 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম' এর ইংরেজি ---
(ক) Struggle this time is the struggle for liberation
(খ) this is liberation war.
(গ) This year's fight is fight for liberation.
(ঘ) This year's war is liberation war.
উত্তরঃ ক। Struggle this time is the struggle for liberation
১৯। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার এবং চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
(ক) ৯
(খ) ১০
(গ) ১
(ঘ) -১
উত্তরঃ গ। ১
২০। ০.১ এর বর্গমূল কত?
(ক) ০.০০১
(খ) ০.০০০১
(গ) ০.২৫
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়
২১। যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y =?
(ক) -২৪
(খ) -২
(গ) ৮
(ঘ) ২
উত্তরঃ গ। ৮
২২। a+2ab=6 এবং ab=4 হলে 2/a+1/b=?
(ক) 1/2
(খ) 1
(গ) 3/2
(ঘ) -3/2
উত্তরঃ ঘ। -3/2
২৩। ১৫ ইউনিটের বিক্রয় মূল্য ২০ ইউনিটের ক্রয়মূল্যের সমান হলে বিক্রেতা কত লাভ করবে?
(ক) ৩৩.৩%
(খ) ৩৭.৩%
(গ) ৪৫.৩%
(ঘ) ৪৮.৩%
উত্তরঃ ক। ৩৩.৩%
২৪। একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
(ক) ১৪০০
(খ) ১৪৫০
(গ) ১৫০০
(ঘ) ১৫৫০
উত্তরঃ গ। ১৫০০
২৫। একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করাতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?
(ক) ২৪৩ টাকা
(খ) ২৭০ টাকা
(গ) ২৭৯ টাকা
(ঘ) ৩০০ টাকা
উত্তরঃ ঘ। ৩০০ টাকা
২৬। বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) সেলিমা রহমান
(ঘ) জসীমউদ্দীন
উত্তরঃ খ। কাজী নজরুল ইসলাম
২৭। বর্তমানে যে যে নোট সরকারি মুদ্রা ---
(ক) ১,২ ও ৫ টাকা
(খ) ১, ২ ও ১০ টাকা
(গ) ৫, ১০ ও ২০ টাকা
(ঘ) ১, ২ ও ২০ টাকা
উত্তরঃ ক। ১,২ ও ৫ টাকা
২৮। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -----
(ক) ১.২%
(খ) ১.৫%
(গ) ২.২%
(ঘ) ২.৫%
উত্তরঃ ক। ১.২%
২৯। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
(ক) কুতুবদিয়া
(খ) সোনাদিয়া
(গ) জিনজিরা
(ঘ) নিঝুম দ্বীপ
উত্তরঃ গ। জিনজিরা
৩০। ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার অর্জন করে?
(ক) বাংলাদেশ নৌবাহিনী
(খ) বাংলাদেশ সেনাবাহিনী
(গ) বাংলাদেশ বিমানবাহিনী
(ঘ) বাংলাদেশ পুলিশ
উত্তরঃ ক। বাংলাদেশ নৌবাহিনী
৩১। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
(ক) ক্যারিবিয়ান সাগর
(খ) ভারত মহাসাগর
(গ) ভূমধ্যসাগর
(ঘ) আরব সাগর
উত্তরঃ ক। ক্যারিবিয়ান সাগর
৩২। হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
(ক) রোমান
(খ) গ্রীক
(গ) সিন্ধু
(ঘ) চৈনিক
উত্তরঃ গ। সিন্ধু
৩৩। Six Machine কোন ক্রিকেটারের আত্মজীবনী?
(ক) ক্রিস গেইল
(খ) শচীন টেন্ডুলকার
(গ) শহীদ আফ্রিদী
(ঘ) সাকিব আল হাসান
উত্তরঃ ক। ক্রিস গেইল
৩৪। ফিফা র্যাংকিং -এ বর্তমান শীর্ষ দেশ----
(ক)বেলজিয়াম
(খ) আর্জেন্টিনা
(গ) ব্রাজিল
(ঘ) জার্মানি
উত্তরঃ খ। আর্জেন্টিনা
কিন্তু বর্তমানে ব্রাজিল (২০২২ মে ৩১)
৩৫। ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
(ক) চতুর্থ
(খ) পঞ্চম
(গ) ষষ্ঠ
(ঘ) সপ্তম
উত্তরঃ ক। চতুর্থ
৩৬। পানামা খাল কোন মহাদেশে?
(ক) এশিয়া
(খ) উত্তর আমেরিকা
(গ) দক্ষিণ আমেরিকা
(ঘ) আফ্রিকা
উত্তরঃ খ। উত্তর আমেরিকা
৩৭। ভূটানের মুদ্রার নাম কী?
(ক) ক্রোনা
(খ) রুপিয়া
(গ) গুলট্রাম
(ঘ) গোর্দি
উত্তরঃ গ। গুলট্রাম
৩৮। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কততম?
(ক) ১০ম
(খ) ১১ তম
(গ) ১২ তম
(ঘ) ১৩ তম
উত্তরঃ খ। ১১ তম
৩৯। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
(ক) Central Bank of Uk
(খ) Reserve Bank of Uk
(গ) Bank of England
(ঘ) State bank of London
উত্তরঃ গ। Bank of England
৪০। বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) ঢাকা
(খ) কুমিল্লা
(গ) চট্টগ্রাম
(ঘ) সিলেট
উত্তরঃ গ। চট্টগ্রাম
৪১। RDS-এর পূর্ণরুপ কী?
(ক) Rural Development Skill
(খ) Regional Development Scheme
(গ) Rural Development Scheme
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ। Rural Development Scheme
৪২। 'কপর্দকহীন' অর্থ ----
(ক) বোকা
(খ) নিঃস্ব
(গ) অসহায়
(ঘ) মলিন
উত্তরঃ খ। নিঃস্ব
৪৩। কত bit এ ১ bite হয়?
(ক) ৮
(খ) ১০
(গ) ১৬
(ঘ) ১২
উত্তরঃ ক। ৮
৪৪। RAM এর পূর্ণরুপ কী?
(ক) Red Access Memory
(খ) Random Access Memory
(গ) Reading Access Memory
(ঘ) Reading Available Memory
উত্তরঃ খ। Random Access Memory
৪৫। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
(ক) নাফ
(খ) কর্ণফুলী
(গ) নবগঙ্গা
(ঘ) ভাগীরথী
উত্তরঃ ক। নাফ
৪৬। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(ক) বান্দরবান
(খ) শিবগঞ্জ
(গ)পঞ্চগড়
(ঘ) দিনাজপুর
উত্তরঃ ক। বান্দরবান
৪৭। বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা কত?
(ক) ২ কোটির বেশি
(খ) ৪ কোটির বেশি
(গ) ৫ কোটির বেশি
(ঘ) ৬ কোটির বেশি
উত্তরঃ ঘ। ৬ কোটির বেশি
৪৮। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ---
(ক) ১২৬৬ মার্কিন ডলার
(খ) ১৩৬২ মার্কিন ডলার
(গ) ১৪৬৬ মার্কিন ডলার
(ঘ) ১৬৪৪ মার্কিন ডলার
উত্তরঃ গ। ১৪৬৬ মার্কিন ডলার
৪৯। ২০১৬-২০১৭ সালের প্রস্তাবিত বাজেট কত টাকা?
(ক) ২,৪০,৬০৫ কোটি
(খ) ৩,৪০,৬০৫ কোটি
(গ) ৪,৪০,৬০৫ কোটি
(ঘ) ৫,৪০,৬০৫ কোটি
উত্তরঃ খ। ৩,৪০,৬০৫ কোটি
৫০। ১৩ তম OIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ----
(ক) আংকারা
(খ) জেদ্দা
(গ) ইস্তানবুল
(ঘ) কায়রো
উত্তরঃ গ। ইস্তানবুল
৫১।
আল কুরআনের অপর নাম ---
(ক) কিতাবুল্লাহ
(খ) হুদা
(গ) ফোরকান
(ঘ) সবক'টি
উত্তরঃ ঘ। সবক'টি
৫২। যাকাত বণ্টনের খাত কয়টি?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৬টি
(ঘ) ৫টি
উত্তরঃ খ। ৮টি
৫৩। কোন নবীর আমল থেকে হজ্জের প্রচলন হয়?
(ক) মুহাম্মদ (স)
(খ) ইয়াকুব (আ)
(গ) ইব্রাহীম (আ)
(ঘ) ঈশা (আ)
উত্তরঃ গ। ইব্রাহীম (আ)
৫৪।
বিদায় হজ্জ কত সালে অনুষ্ঠিত হয়?
(ক) ৬২২ খ্রিস্টাব্দে
(খ) ৬২৪ খ্রিস্টাব্দে
(গ) ৬২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ৬৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ। ৬৩২ খ্রিস্টাব্দে
৫৫। মহানবী (স) --এর হিজরতের পূর্বে মুসলিমদের একটি দল কোথায় হিজরত করেছিল?
(ক) মদীনায়
(খ) আবিসনিয়ায়
(গ) তায়েফে
(ঘ) সিরিয়ায়
উত্তরঃ খ। আবিসনিয়ায়
৫৬। সিহাহ্ সিত্তাহ্ কী?
(ক) রাসূলের জীবনী
(খ) ৬টি বিশুদ্ধ হাদীস গ্রন্থ
(গ) কুরআনের সূরা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ খ। ৬টি বিশুদ্ধ হাদীস গ্রন্থ
৫৭। কুরআনের বর্ণনা অনুযায়ী মুসা (আ) --এর লাঠি কিসের আকৃতি ধারণ করেছিল?
(ক) বাঘ
(খ) সাপ
(গ) রশি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ খ। সাপ
৫৮।পবিত্র কুরআনে হরকত যুক্ত করেন কে?
(ক) মহানবী (স)
(খ) হাজ্জাজ বিন ইউসুফ
(গ) উমর ইবনে আব্দুল আজীজ
(ঘ) হজরত উসমান (রা)
উত্তরঃ খ। হাজ্জাজ বিন ইউসুফ
৫৯। 'যুন্নাকাতাইন' কার উপাধি?
(ক) ফাতিমা (রা)
(খ) আয়েশা (রা)
(গ) আসমা (রা)
(ঘ) জয়নব বিনতে জাহাশ (রা)
উত্তরঃ গ। আসমা (রা)
৬০।'উম্মুল কুরা' হলো ---
(ক) মা হাফসা (রা) এর উপাধি
(খ) আরবের একটি বেদুইন গোত্র
(গ) মক্কা নগরীর অপর নাম
(ঘ) একটি কূপের নাম
উত্তরঃ গ। মক্কা নগরীর অপর নাম
৬১। হিজরী সন কত দিনে?
(ক) ৩৬০
(খ) ৩৬৫
(গ)৩৫৪
(ঘ) ৩২৪
উত্তরঃ ক। ৩৬০
৬২। পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি?
(ক) মসজিদুল হারাম
(খ) বাইতুল মাকদাস
(গ) মসজিদে কুবা
(ঘ) মসজিদে নামেরাহ্
উত্তরঃ ক। মসজিদুল হারাম
৬৩। জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কত গুণ বেশি সাওয়াব পাওয়া যাবে?
(ক)দশগুণ
(খ) সত্তর গুণ
(গ) সাতাশ গুণ
(ঘ) একশ গুণ
উত্তরঃ গ। সাতাশ গুণ
৬৪। রাসূল (স) কোন মসিজদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ কাজে অংশ নেন?
(ক) মসজিদে নববী
(খ) মসজিদে জুল কিবলাতাইন
(গ) মসজিদে কুবা
(ঘ) মসজিদে নামেরাহ্
উত্তরঃ ক। মসজিদে নববী
৬৫। 'সহীহাইন' হচ্ছে ----
(ক) মুসলিম ও আবু দাউদ
(খ) বুখারী ও মুসলিম
(গ) মুসলিম ও তিরমীজী
(ঘ)বুখারী ও নাসায়ী
উত্তরঃ খ। বুখারী ও মুসলিম
৬৬। জান্নাতুল বাক্বী কী?
(ক) মদিনার একটি কবরস্থান
(খ) মক্কার একটি স্থান
(গ) মক্কার মসজিদ
(ঘ) একটি জান্নাতের নাম
উত্তরঃ ক। মদিনার একটি কবরস্থান
৬৭। হজ্জ কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৫
(ঘ)৭
উত্তরঃ খ। ৩
৬৮। বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম ---
(ক) জিব্রাইল (আ)
(খ) ইসরাফীল (আ)
(গ) মিকাইল (আ)
(ঘ) আজরাইল (আ)
উত্তরঃ গ। মিকাইল (আ)
৬৯। সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তরঃ খ। ৩টি
৭০। কোনটি সালাতের ফরজ নয়?
(ক) রুকু থেকে সোজা হওয়া
(খ) কেরাত
(গ) তাকবীরে তাহরীমা
(ঘ) তাশাহ্হুদ
উত্তরঃ ক। রুকু থেকে সোজা হওয়া
৭১। শরীয়াহ্ শব্দের অর্থ কী?
(ক) বিধি-বিধান
(খ) আত্মসমর্পণ
(গ) আইন
(ঘ) a ও c
উত্তরঃ ঘ। a ও c
৭২। হাদীসে কুদসী কী?
(ক) যে হাদীসের মূল কথা ও ভাষা রাসূল (স) এর
(খ) যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল (স) এর
(গ) যে হাদীসের মূল কথা ও ভাষা আল্লাহর
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ খ। যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল (স) এর
৭৩। 'মাহ্রাম' কী?
(ক) যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ
(খ) যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ নয়
(গ) হজ্জের সময় পরিধেয় সাদা কাপড় বিশেষ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ
৭৪। কোনটি যাকাতযোগ্য সম্পদ নয়?
(ক) গবাদি পশু
(খ) ব্যবসায়ের পণ্য
(গ) শেয়ার, বন্ড
(ঘ) কারখানার যন্ত্রপাতি
উত্তরঃ ঘ। কারখানার যন্ত্রপাতি
৭৫। 'মোস্তফা চরিত' এর লেখক কে?
(ক) গোলাম মোস্তফা
(খ) আকরম খাঁ
(গ) শিবলী নো'মানী
(ঘ) ইবনে হিশাম
উত্তরঃ খ। আকরম খাঁ
৭৬। কায়সার ও কিসরা কী?
(ক) আরবের দুটি সম্প্রদায়
(খ) রোমান ও পারস্য সম্রাটের উপাধি
(গ) মদীনায় অবস্থিত মসজিদ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ খ। রোমান ও পারস্য সম্রাটের উপাধি
৭৭। 'আসাদুল্লাহ' কার উপাধি?
(ক) আলী (রা)
(খ) খালিদ বিন ওয়ালিদ(রা)
(গ) হামজা (রা)
(ঘ) জাফর বিন আবী তালিব (রা)
উত্তরঃ ক। আলী (রা)
৭৮। আল-কুরআনে প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি?
(ক) সূরা আলাক
(খ) সূরা ফাতিহা
(গ) সূরা বাকারা
(ঘ) সুরা ইখলাস
উত্তরঃ খ। সূরা ফাতিহা
৭৯। যে সম্মানিত ফেরেশতাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে?
(ক) মুনকার নাকীর
(খ) মিকাইল ও জিব্রাইল
(গ) কিরামান কাতেবীন
(ঘ) মারুফ ও মুনকার
উত্তরঃ গ। কিরামান কাতেবীন
৮০। নিম্নের কে যাকাতের হকদার নয়?
(ক) প্রতিবেশী
(খ) ভাই
(গ) স্ত্রী
(ঘ) b ও c
উত্তরঃ গ। স্ত্রী
IBBL Field Officer Exam question is solved here and hope you have gotten an idea although this year will be written. But it is always important to solve the questions before you seat for an exam. Thanks share it please.